কেবল ইউক্রেন নিয়েই আলোচনা ! মার্কিন দূতদের সঙ্গে বৈঠক শেষে মুখ খুললেন পুতিনের সহযোগী উশাকভ

কি বললেন পুতিনের সহযোগী উশাকভ ?

author-image
Debjit Biswas
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ (Ushakov) আজ জানিয়েছেন, সম্প্রতি মার্কিন দূতদের সঙ্গে রাশিয়ার যে আলোচনা হয়েছে, তার মূল কেন্দ্রবিন্দু ছিল শুধুমাত্র ইউক্রেন ইস্যু। তিনি দাবি করেন, এই আলোচনা ছিল 'উপযোগী' এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।

উশাকভ নিশ্চিত করেছেন যে, বৈঠকে বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল ন্যাটো সদস্যপদ নিয়ে রাশিয়ার মতামত, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি সংক্রান্ত বিভিন্ন নথি এবং ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়ার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি।

পুতিনের এই সহযোগী দাবি করেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার যে সাফল্য এসেছে, তা পশ্চিমা দেশগুলোর যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নকে প্রভাবিত করেছে,"রণক্ষেত্রে সাম্প্রতিক সাফল্যই পশ্চিমের মূল্যায়নকে নতুন রূপ দিয়েছে।"

trump

উশাকভ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করেছেন,"বর্তমানে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।"

তাঁর এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য পশ্চিমা শক্তিগুলির সঙ্গে নয়, বরং একমাত্র ওয়াশিংটনই মস্কোর সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এই বৈঠককে তিনি 'উপযোগী আলোচনা' হিসেবে বর্ণনা করেন এবং জানান যে, দুই দেশের মধ্যে এই ধরনের 'যোগাযোগ অব্যাহত থাকবে'।