BREAKING: ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো মার্কিন যুক্তরাষ্ট্র !

কি বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট ?

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিকে ফের একবার স্বাগত জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। আজ এই বিষয়েই ফের একবার মুখ খোলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শান্তির পথ বেছে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, তা আসলে শক্তি, প্রজ্ঞা ও সাহসের প্রতিচ্ছবি।” এরপর তিনি বলেন,''উপমহাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে,এই দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বজায় থাকা খুবই জরুরি।”

d