BREAKING: সামুদ্রিক নিরাপত্তায় বড় পদক্ষেপ ! ওয়াশিংটনে কোয়াড বৈঠক করবেন রুবিও

সমুদ্র নিরাপত্তায় বড় পদক্ষেপ।

author-image
Debjit Biswas
New Update
marcorubio

নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দো-প্যাসিফিকে সামুদ্রিক সুরক্ষার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ এই বিষয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন,''আগামীকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ওয়াশিংটনে কোয়াড দেশগুলির সমস্ত মন্ত্রীদের স্বাগত জানাবেন।'' এরপর তিনি আরও বলেন,''এই মন্ত্রী পর্যায়ের বৈঠক মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতা, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা ও শক্তিশালী সরবরাহ চেন গড়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে পুনরায় দৃঢ় করবে।" উল্লেখ্য,এই বৈঠকে অস্ট্রেলিয়া, ভারত এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেবেন।

us navy