নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার সর্বশেষ প্রচেষ্টাও,মার্কিন আদালতে স্থগিত হওয়ার পর, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক পোস্টগুলিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রাম অংশগ্রহণকারীদের ভিসা প্রক্রিয়া আবার শুরু করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালিসন বোরোস, এক অস্থায়ী নিষেধাজ্ঞা (TRO) জারি করলে, মার্কিন প্রশাসনের তরফ থেকে দেওয়া আগের নির্দেশ বাতিল করে. পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এই নতুন বার্তাটি জারি করেন। এই বার্তায় বলা হয়েছে, "অবিলম্বে, কনস্যুলার শাখাগুলিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে।"
/anm-bengali/media/media_files/2025/05/23/p7PrpKS3imLFvnRXngxT.jpg)