‘কাশ্মীর পাকিস্তানের বলেও তারা এই ঘটনার প্রতিবাদ করেনি’, মার্কিন প্রতিনিধির নজরেও ধরা পড়ল আসল বিষয়

তারা এই হিংসার নিন্দা করেনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
v479pk

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে এবার দুঃখপ্রকাশ করলেন মার্কিন প্রতিনিধি পরিষদে ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি রিপাবলিকান আইনপ্রণেতা রিচ ম্যাককরমিক। এদিন তাঁকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তৃতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার মনে হয় এটা প্রদাহজনক। যখন তুমি ঘাড়ের শিরার কথা বলছো, তখন তুমি শরীরের একটি রক্তনালী ব্যবস্থার কথা বলছো। সে অনুমান করছে যে কাশ্মীর পাকিস্তানের। এটা যন্ত্রণাদায়ক। তারা এই হিংসার নিন্দা করেনি। কাশ্মীরের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে যা ঘটছে তার নিন্দা করেনি। আমার মনে হয় তার সরকারের এটার নিন্দা করা উচিত ছিল”।