New Update
/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
নিজস্ব সংবাদদাতা : চীনের তৈরি পণ্য যাতে কোনওভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করার জন্য এবার বড় পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের এপ্রিল মাসে, নতুন বাণিজ্য নীতি ঘোষণা করার পর,তারই একটি অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে সম্পূর্ণ নতুন করে সাজানো হবে এবং “বিশ্বস্ত” অংশীদারদের সঙ্গে নিয়ে একটি বিশেষ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। যেখানে চীনের কোনও সংস্থার কোনও জায়গাই থাকবে না।