BREAKING: ৩২৫ মিলিয়ন ডলারের চুক্তি ! কুয়েতকে এম১এ২ আব্রামস ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ সহায়তার চুক্তিতে অনুমোদন দিল আমেরিকা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: এবার কুয়েতে এম১এ২ আব্রামস যুদ্ধ ট্যাঙ্ক ব্যবস্থার রক্ষণাবেক্ষণ সহায়তার জন্য, প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিষেবা বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই চুক্তির আনুমানিক মূল্য ৩২৫ মিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে পেন্টাগন। এই প্রসঙ্গে পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, এই বিক্রির প্রধান ঠিকাদার হবে জেনারেল ডায়নামিকস (General Dynamics), যা যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ প্রতিরক্ষা নির্মাতা সংস্থা। এই চুক্তিটিকে কুয়েতের সামরিক আধুনিকীকরণ এবং যুক্তরাষ্ট্র-কুয়েত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

tank