কাতারে হামলার কথা আগে থেকেই জানতেন ট্রাম্প ! সামনে উঠে এল বড় তথ্য

ইসরায়েলের দাবি নিয়ে কি বললেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : একটি মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দোহায় হামাস নেতাদের উপর ইজরায়েলি হামলার প্রায় ৫০ মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানিয়েছিলেন। প্রায় তিনজন ইজরায়েলি কর্মকর্তার স্বীকারোক্তি দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।

অ্যাক্সিওসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দোহায় হামাস নেতাদের উপর ইজরায়েলি হামলার প্রায় ৫০ মিনিট আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে অবহিত করেছিলেন। তিন ইজরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।

missile attack

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সাতজন ইজরায়েলি কর্মকর্তা বলেছেন হোয়াইট হাউজ ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তবে, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরেই ওয়াশিংটনকে এই বিষয়ে জানানো হয়।

ইসরায়েলের ওই তিনজন কর্মকর্তা জানিয়েছেন, ইজরায়েলের আগাম নোটিশ ট্রাম্পকে হামলা বন্ধ করার জন্য যথেষ্ট সময় দিয়েছিল।

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইজরায়েলি কর্মকর্তারা অন্যথা দাবি করলেও, তিনি ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না।