New Update
/anm-bengali/media/media_files/2024/12/05/OZ5n47PQGBAWcj0gCSN9.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামী এক-দু’দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসা ভারত-আমেরিকা শুল্ক চুক্তি। বেশকিছু সূত্র মতে এবার এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়টি কিন্তু এতটাও সহজে সম্পন্ন হওয়ার নয়। আসলে চুক্তির প্রধান শর্ত হিসেবে ভারতের দুগ্ধ শিল্পে একচ্ছত্র প্রবেশাধিকার চাইছে আমেরিকা । তবে এক্ষেত্রে দিল্লি সাফ জানিয়ে দিয়েছে, দেশের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হওয়ায় দুগ্ধ শিল্পে প্রবেশাধিকার দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর অনুযায়ী, মার্কিন প্রতিনিধিরা ইতিমধ্যেই ভারতের এই উদ্বেগকে সম্মান জানিয়েছে এবং সীমিত আকারে দুগ্ধজাত পণ্যে ছাড় দেওয়ার কথাও আলোচনা হয়েছে। তবে এর বদলে ভারতও যুক্তরাষ্ট্রে তৈরি কিছু ইলেকট্রনিক পণ্যে শুল্ক ছাড়ের প্রস্তাব বিবেচনা করছে।