নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ককে "বিরল ও শক্তিশালী" হিসেবে উল্লেখ করলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন,''ট্রাম্প হলেন মার্কিন প্রশাসনের একমাত্র ব্যক্তি, যিনি গোটা দেশের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। ঠিক একইভাবে নরেন্দ্র মোদিও সমগ্র ভারতের জনসাধারণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে সারা দুনিয়ায় এমন বিপুল জনসমর্থনযুক্ত নেতা খুব কমই আছেন, আর এটাই এদের দুজনের সম্পর্ককে আরও বিশেষ ও দৃঢ় করে তোলে। এই ইতিবাচক সম্পর্কের কারণেই,ভারতের সাথে বাণিজ্য আলোচনা শুরু করাটা আমার জন্য সহজ হয়, কারণ আমরা ইতিমধ্যেই এক ভালো জায়গায় অবস্থান করছি।”
/anm-bengali/media/media_files/2025/02/14/t5919BUj6OHOsj3k4HCE.jpg)
BREAKING: ট্রাম্প-মোদি দু’জনই জনগণের প্রতিনিধি ! এবার ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য সচিব
কি বললেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ?
নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ককে "বিরল ও শক্তিশালী" হিসেবে উল্লেখ করলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন,''ট্রাম্প হলেন মার্কিন প্রশাসনের একমাত্র ব্যক্তি, যিনি গোটা দেশের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। ঠিক একইভাবে নরেন্দ্র মোদিও সমগ্র ভারতের জনসাধারণের ভোটে নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে সারা দুনিয়ায় এমন বিপুল জনসমর্থনযুক্ত নেতা খুব কমই আছেন, আর এটাই এদের দুজনের সম্পর্ককে আরও বিশেষ ও দৃঢ় করে তোলে। এই ইতিবাচক সম্পর্কের কারণেই,ভারতের সাথে বাণিজ্য আলোচনা শুরু করাটা আমার জন্য সহজ হয়, কারণ আমরা ইতিমধ্যেই এক ভালো জায়গায় অবস্থান করছি।”