BREAKING: ইরানের ইসফাহানে ব্যবহার করা হয়নি বাঙ্কার বাস্টার বোমা ! বড় তথ্য জানালেন মার্কিন জেনারেল

বড় তথ্য সামনে আনলো আমেরিকা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ইরানের ফোর্দো,নাতাঞ্জ ও ইসফাহান,এই তিনটি পারমাণবিক কেন্দ্রে বড় ধরণের হামলা চালিয়েছিল মার্কিন সেনাবাহিনী। কিন্তু বাকি দুটি পারমাণবিক কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হলেও, ইসফাহানে ব্যবহার করা হয়নি কোনও বাঙ্কার বাস্টার বোমা। আর এইবার এই বিষয়েই এক বড় তথ্য সামনে আনলেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। তিনি বলেন,''ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইসফাহান এতটাই গভীরে অবস্থিত যে, সেখানে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হলেও সেটি কার্যকর হত না।'' বৃহস্পতিবার সেনেট সদস্যদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

War

তিনি আরও জানান, ''ফোর্দো এবং নাতাঞ্জ সাইটে বি-২ বোমারু বিমান থেকে এক ডজনেরও বেশি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়। কিন্তু ইসফাহান স্থাপনায় শুধু সাবমেরিন থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।''