New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার বৈদেশিক কূটনীতিতে এক বড় সাফল্য পেল ভারত। সম্প্রতি লস্কর-ই-তৈবা (LeT)-এর সহযোগী সংগঠন The Resistance Front (TRF)-কে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন (FTO) এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী (SDGT) হিসেবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। পহেলগাঁও হামলার সাথে সরাসরি যুক্ত ছিল The Resistance Front (TRF)। তাই এই ঘোষণা অবশ্যই ভারতের কাছে একটি বড় জয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন,“এই পদক্ষেপ সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতিকেই প্রতিফলিত করে। পহেলগাঁও হামলার সঠিক বিচারের জন্য আমেরিকার প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়।” এই বিষয়ে ওয়াশিংটনে স্থিত ভারতীয় দূতাবাস বলেছে,“আমেরিকার এই সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে ভারত ও আমেরিকার সন্ত্রাসবিরোধী সহযোগিতা কতটা শক্তিশালী ও কার্যকর।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/18/I5jviStmr1OA4wCY5vV2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us