New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ক্যালিফোর্নিয়ার লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে,মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম। যদিও এই ঘটনার সময় ওই বিমানের পাইলট,ওই বিমান থেকে সফলভাবে নিজেকে ইজেক্ট করে নিজের প্রাণ রক্ষা করেছেন। এই বিষয়ে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে,''এই দুর্ঘটনায় ওই বিমানের পাইলট ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হননি।'' তবে এই বিমানটি কেন হঠাৎ করে দুর্ঘটনার শিকার হল, তা এখনও তদন্তাধীন বিষয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/10/Lp9Ll2ODpnj0VtkI8KNa.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us