New Update
/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সিরিয়া তাদের সেনাবাহিনীতে প্রায় ৩৫০০ জন জেহাদি ও প্রাক্তন বিদ্রোহী যোদ্ধাদের নেওয়ার পরিকল্পনা করেছে। অবাক করার মতো বিষয় হল এই যে আমেরিকা সিরিয়ার এই প্রস্তাব মেনে নিয়েছে 'যদি সবকিছু স্বচ্ছভাবে হয়' এই শর্তে। এই বিষয়ে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, ''নতুন ৮৪তম সেনা ইউনিটে প্রায় ৩,৫০০ বিদেশি যোদ্ধা থাকবে। এদের অনেকেই চীন ও পাশের অন্যান্য দেশ থেকে আসা উইঘুর মুসলিম। বেশকিছু সিরিয়ানরাও এই বাহিনীতে থাকবে।'' এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত থমাস ব্যারাক বলেছেন, “স্বচ্ছতা থাকলে আমরা এই বিষয়টি ভেবে দেখতে পারি।”
/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us