দোহার আলোচনা থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

দোহার আলোচনা থেকে সরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র, হামাসের ‘স্বার্থপর’ অবস্থানকে দায়ী করলেন দূত উইটকফ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-25 1.09.18 AM

File Picture

নিজস্ব সংবাদদাতা: গাজায় জিম্মিদের মুক্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে দোহায় চলমান আলোচনায় অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফ। তিনি হামাসের ‘স্বার্থপর ও অনমনীয়’ অবস্থানকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করেছেন।

উইটকফ বলেন, “হামাসের অনিচ্ছা ও নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মনোভাব আলোচনা প্রক্রিয়াকে অচল করে তুলেছে। এখন আমরা বিকল্প পথ বিবেচনা করছি, যাতে জিম্মিদের মুক্তি ও গাজার স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।" যুক্তরাষ্ট্রের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই ‘বিকল্প’ পন্থা ঠিক কী হতে পারে, তা এখনো স্পষ্ট করেননি উইটকফ।