চুপিসারে তথ্য পাচার? যুক্তরাষ্ট্রে চীনা ছাত্রদের বিরুদ্ধে বড় পদক্ষেপ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানালেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা গুরুত্বপূর্ণ বিষয়ে পড়া ছাত্রদের ভিসা বাতিল শুরু করবে আমেরিকা।

author-image
Debapriya Sarkar
New Update
Rubio

নিজস্ব সংবাদদাতা : চীনা ছাত্রছাত্রীদের উপর কড়া পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব চীনা ছাত্র কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে পড়াশোনা করছেন, তাদের ভিসা বাতিল করা শুরু করবে আমেরিকা।

marcorubio

রুবিওর বক্তব্য, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হচ্ছে। তাঁর দাবি, বহু চীনা ছাত্র উচ্চশিক্ষার নাম করে গোপন তথ্য সংগ্রহ করছেন, যা ভবিষ্যতে আমেরিকার জন্য বিপদ ডেকে আনতে পারে। এই পদক্ষেপ চীন-আমেরিকার সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।