New Update
/anm-bengali/media/media_files/2025/05/24/0kE84R5JNGiroCVplTDT.jpg)
নিজস্ব সংবাদদাতা: গাজায় "তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি"র পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব আবারও ভেটো করল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এই প্রস্তাবে পরিষদের বাকি ১৪ সদস্য সমর্থন দিলেও, একমাত্র যুক্তরাষ্ট্র বিরোধিতা করে এই প্রস্তাবটি আটকে দেয়। এই প্রস্তাবে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিকে “দুর্বিষহ” বলা হয় এবং গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ করার বিষয়ে সমস্ত ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে এক্ষেত্রে পঞ্চমবারের মতো, ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি সংক্রান্ত খসড়া প্রস্তাব ভেটো করল, শুধুমাত্র ইসরায়েলকে রক্ষা করার কারণ দেখিয়ে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্কও ক্রমশ তীব্র হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/02/05/HoZojte7jjmInJQsf428.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us