সিরিয়ার উত্তর-পূর্বে আরও দুই ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

দুই ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

author-image
Aniket
New Update
us army  n

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা আরও দুটি ঘাঁটি থেকে সরে গেছে, যা অঞ্চলটিতে মার্কিন বাহিনীর দ্রুতগতির প্রত্যাহার প্রক্রিয়ার অংশ বলে জানা গেছে। এই পদক্ষেপের ফলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পুনরুত্থান ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনীর কমান্ডার।

us army

সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ (Syrian Democratic Forces) কমান্ডার এক বিবৃতিতে বলেন, “মার্কিন সেনা প্রত্যাহারের ফলে কিছু এলাকায় নিরাপত্তা শূন্যতা তৈরি হচ্ছে, যা আইএস জঙ্গিদের নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে।”