BREAKING: মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পারমাণবিক কেন্দ্র ! অবশেষে সত্যি স্বীকার করলো ইরান

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
khamenei

নিজস্ব সংবাদদাতা : আমেরিকার হামলায় দেশের পারমাণবিক স্থাপনাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজ অবশেষে একথা স্বীকার করেই ফেললেন, ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ। তিনি বলেন,''মার্কিন B-2 বোমারু বিমান থেকে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলে যে হামলা চালানো হয়, তার তীব্রতা ছিল ব্যাপক। এই হামলায় আমাদের পারমাণবিক স্থাপনাগুলি যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত।” এর আগে ইরান সরাসরি কোনও ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও, এবার সরকারিভাবে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা প্রকাশ্যে স্বীকার করল।

Iran israel