এই দুটি কারণে H-1B ভিসা নীতি গ্রহণ করেছে আমেরিকা ! সামনে এল বড় তথ্য

H-1B ভিসা নিয়ে সামনে এল বড় তথ্য।

author-image
Debjit Biswas
New Update
donald trump ass

নিজস্ব সংবাদদাতা : H-1B ভিসার নতুন নীতিতে সর্বপ্রথম আমেরিকায় বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে,আজ এমনটাই দাবি করলেন এক মার্কিন মুখপাত্র। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমানোরও আহ্বান জানিয়েছেন। আমেরিকার এই দুই পদক্ষেপের মাধ্যমেই, আমেরিকার অর্থনৈতিক ও আন্তর্জাতিক নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে।

donald trump

এই বিষয়ে ওই মুখপাত্র বলেছেন যে,''H-1B ভিসা কর্মসূচি ঠিক এমনভাবে সাজানো হচ্ছে যাতে যে কোম্পানিগুলি বিদেশি কর্মীদের নিয়োগের জন্য আবেদন করবে, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগ সৃষ্টিতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির একটি অংশ, যার প্রধান লক্ষ্য হলো দেশের ভেতরেই ব্যবসা এবং কর্মসংস্থান বৃদ্ধি করা।''