/anm-bengali/media/media_files/2025/04/19/5xaB3qQIYACPsoll44CY.jpg)
নিজস্ব সংবাদদাতা : চীনের তৈরি সোলার প্যানেল আমদানিতে আগেই কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে আমেরিকা। এবার সেই নিয়মকে ফাঁকি দেওয়ার চেষ্টা রুখতে আরও একধাপ কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ক্যাম্বোডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত সোলার প্যানেলের উপর নতুন করে আমদানি শুল্ক বসালো ট্রাম্প প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/03/07/jYT9jODkDlzUPjv8Y9I8.jpg)
মার্কিন বাণিজ্য বিভাগের অভিযোগ, চীনের বেশ কয়েকটি সংস্থা এই চার দেশে কারখানা স্থাপন করে সেখান থেকে প্যানেল রফতানি করছে, যাতে সরাসরি চীনের ওপর বসানো শুল্ক এড়িয়ে যাওয়া যায়। এই ধরনের ‘রুট বদল’ করাকে অনৈতিক বলেই মনে করছে ওয়াশিংটন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন সোলার শিল্পকে রক্ষা করাই মূল লক্ষ্য। কারণ, কম দামে বিদেশি প্যানেল ঢুকলে দেশীয় কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে পারে না।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের জেরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ওই চার দেশের রফতানি কিছুটা ধাক্কা খেতে পারে। পাশাপাশি, আমেরিকার বাজারে সোলার প্যানেলের দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
JUST IN: The United States imposes new duties on solar panels made in Cambodia, Malaysia, Thailand and Vietnam
— The Spectator Index (@spectatorindex) April 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us