BREAKING: যুদ্ধ চায়না আমেরিকার জনগণ ! যুদ্ধক্ষমতা প্রস্তাব পেশ করলেন মার্কিন সেনেটর

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল-ইরান সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ রোধ করার জন্য,এবার একটি যুদ্ধক্ষমতা প্রস্তাব (War Powers Resolution) পেশ করলেন মার্কিন সেনেটর টিম কেইন (ডেমোক্র্যাট, ভার্জিনিয়া)। তিনি বলেন,''মার্কিন জনগণ আর একটিও চিরস্থায়ী যুদ্ধ চায় না। আমরা যদি আমাদের সৈনিকদের যুদ্ধের ময়দানে পাঠাতে চাই, তবে তা নিয়ে কংগ্রেসে খোলাখুলি বিতর্ক ও ভোট হওয়া উচিত।” টিম কেইনের এই প্রস্তাব হোয়াইট হাউসের জন্য একটি বড় চাপের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

IRAN ISRAEL