/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলির প্রতি ফের কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। যদিও সম্প্রতি কিছু দেশ ও অংশীদারের সঙ্গে "অত্যন্ত ফলপ্রসূ" আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস, তবুও রাশিয়ার সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে আমেরিকা।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, “যেসব দেশ বা কোম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রেখে ইউক্রেনে আগ্রাসনের পরোক্ষে সমর্থন দিচ্ছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চালু থাকবে। সফল আলোচনা হলেও আমাদের অবস্থানে বদল আসেনি।”
বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে আমেরিকা স্পষ্ট করে দিল যে, রাশিয়াকে চাপের মধ্যে রাখতে তারা তৃতীয় দেশগুলিকেও অর্থনৈতিকভাবে প্রভাবিত করতে রাজি। এই পরিস্থিতিতে ভারত, চীন, তুরস্ক সহ বেশ কিছু দেশের উপর আন্তর্জাতিক নজরদারি আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার সঙ্গে অপরিশোধিত তেল, প্রতিরক্ষা সামগ্রী বা প্রযুক্তি বিনিময়ে অংশ নেওয়া দেশগুলির উপর ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।
বিশ্ব রাজনীতির এই ঘূর্ণাবর্তে এখন প্রশ্ন উঠছে—বিশেষ করে ভারত, যিনি রাশিয়া থেকে চড়া হারে তেল আমদানি করে আসছে, সেই অবস্থানে এই নিষেধাজ্ঞার ছায়া কতটা পড়বে।
#BREAKING US says will still impose sanctions on Russia's trading partners despite 'highly productive' talks pic.twitter.com/vT9CGrtOxM
— AFP News Agency (@AFP) August 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us