শেষমেশ কড়া হল আমেরিকা! ট্রাম্পের নতুন আইনে বড় ধাক্কা পর্ন শেয়ারকারীদের

এআই-চালিত অশ্লীল ছবি বা প্রতিশোধমূলক পর্ন ছড়ানোয় এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প 'টেক ইট ডাউন অ্যাক্ট' সই করলেন। জেনে নিন কী কী বদল আনছে এই নতুন আইন।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ‘টেক ইট ডাউন অ্যাক্ট’ নামে একটি নতুন আইন সই করেছেন। এই আইন প্রতিশোধমূলক পর্ন এবং অনুমতি ছাড়া তৈরি বা ছড়ানো এআই-চালিত যৌন ছবি থেকে মানুষকে রক্ষা করবে। এখন থেকে প্রযুক্তি কোম্পানিগুলোকে এ ধরনের ছবি দ্রুত সরানোর দায়িত্ব নিতে হবে, আর আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই অপরাধ মোকাবেলায় আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে। এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এমন একটি ফেডারেল আইন, যা এআই দ্বারা তৈরি ভুল ছবি নিয়ন্ত্রণ করবে।

ai