প্রায় ২০ বছর পর এই বিরল রোগের দেখা মিলল দেশে!

ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মিলতেই নড়ে চড়ে বসেছে ফ্লোরিডা ও টেক্সাসের স্থানীয় প্রশাসন।

New Update
নভব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ২০ বছর পর মার্কিন মুলুকে ফের দেখা মিলল ম্যালেরিয়ার। গত ২ মাসে আমেরিকায় ৫টি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে চারটি ম্যালেরিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। পঞ্চম ঘটনাটি ঘটেছে টেক্সাসে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, পাঁচ জন আক্রান্তের  বিদেশ যাত্রার ইতিহাস নেই। তাই স্থানীয় ভাবে মশাবাহিত এই রোগ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও রোগীরা সকলে প্রাথমিক চিকিৎসার পর ভালো রয়েছেন। তাঁদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এই ঘটনা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে আমেরিকার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে।

সিডিসি সূত্রে জানা গিয়েছে, গত দু'দশকে আমেরিকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। মার্কিন মুলুকে শেষবার ম্যালেরিয়া সংক্রমণ চিহ্নিত হয়েছিল ২০০৩ সালে, ফ্লোরিডার পাম বিচে ৮ জন আক্রান্ত হয়েছিলেন।

এই বিষয়টি নিয়ে সিডিসি-র তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে অ্যানোফিলিস মশার খোঁজ মিলেছে। সেই সব মশা ‘ম্যালেরিয়া ছড়াতে সক্ষম’ বলেও জানিয়েছে সিডিসি।