New Update
নিজস্ব সংবাদদাতা : এবার ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান 'প্রেসিডেনশিয়াল মেডেল অফ অনার' (Presidential Medal of Honour) পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মান পাওয়ার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এই সম্মান পাওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন,''আপনার সঙ্গে থাকাটাও আমার কাছে ছিল এক দারুণ সম্মানের ব্যাপার, এবং আমি এই 'প্রেসিডেনশিয়াল মেডেল অফ অনার'-এর জন্য খুবই কৃতজ্ঞ।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/26/Q86urNC9YeKYLHcNfTBi.jpg)
ট্রাম্পের জবাবে হারজগ বলেন, "এটা আমার জন্যও দারুন সম্মানের, মিস্টার প্রেসিডেন্ট। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আপনি এই সম্মানের সবটুকু পাওয়ার যোগ্য।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us