যুদ্ধ না থামালে ৩৫০% শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলাম ! ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ফের হাস্যকর দাবি করলেন ট্রাম্প

কি হাস্যকর দাবি করলেন ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ফের আরও একবার এক হাস্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যে,দুই দেশের ওপরেই ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার মাধ্যমে একটি বড় ধরণের পারমাণবিক যুদ্ধ থামিয়েছিলেন তিনি।

Screenshot 2025-11-20 7.00.00 AM

আজ এই প্রসঙ্গে তিনি বলেন,''ভারত ও পাকিস্তান একটা সময়ে পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছিল। তখন আমি তাদের বলেছিলাম, তোমরা যুদ্ধ করতেই পারো, কিন্তু তাহলে আমি তোমাদের দুজনের ওপর ৩৫০ শতাংশ শুল্ক বসাবো, আর তখন আমেরিকার সঙ্গে আর কোনও  বাণিজ্যও থাকবে না।  আমি তোমাদের একে অপরের ওপর পারমাণবিক অস্ত্র ছুঁড়তে দেব না, কারণ তাতে লাখ লাখ মানুষ মারা যাবে এবং লস অ্যাঞ্জেলেসের ওপর পারমাণবিক ধূলিকণা ভেসে বেড়াবে।"