২০২৬ সালে ইউক্রেনকে ১৫–১৬ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

শান্তি-আলোচনার ফল যাই হোক, সামরিক প্রস্তুতি জোরদার রাখতে পিইউআরএল (PURL) কর্মসূচির আওতায় সহায়তা—ইঙ্গিত প্রেসিডেন্টের।

author-image
Aniket
New Update
G75on2wXIAARLB_

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের পিইউআরএল (PURL) কর্মসূচির আওতায় ইউক্রেন প্রায় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেতে পারে। তিনি বলেন, চলমান আলোচনা বা ভবিষ্যতের শান্তি-প্রক্রিয়ার ফলাফল যাই হোক না কেন, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য এই অস্ত্রগুলো অত্যন্ত জরুরি।

zelenskyy

জেলেনস্কির মতে, পিইউআরএল কর্মসূচি শান্তি-আলোচনার পাশাপাশি সমান্তরালভাবে চালু থাকবে, যাতে ইউক্রেন প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি সহায়তার এই প্রতিশ্রুতি বিশেষ ভূমিকা রাখবে।