মাথার দাম ১০ মিলিয়ন ডলার ! তালিবানের শীর্ষ নেতার উপর থেকে পুরস্কার প্রত্যাহার করলো আমেরিকা

তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির উপর থেকে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে।

author-image
Debjit Biswas
New Update
HAKKANI

নিজস্ব সংবাদদাতা : আজ তালিবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির উপর থেকে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে তালিবানের একজন মুখপাত্র জানিয়েছেন, ''সম্প্রতি তালিবান একজন মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার পর, আমেরিকার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''

HAKKANI

এই সিরাজুদ্দিন হাক্কানি, হাক্কানি নেটওয়ার্কের প্রধান, যে সংগঠন আফগানিস্তানে মার্কিন ও যৌথ বাহিনীর বিরুদ্ধে নানান হামলার জন্য বিশেষভাবে পরিচিত। তবে, এফবিআইয়ের ওয়েবসাইটে এখনও হাক্কানির উপর পুরস্কারের তথ্য রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে তিনি যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর বিরুদ্ধে নানান হামলায় জড়িত ছিলেন।