শীর্ষ বিজ্ঞানীকে বরখাস্ত ‘অবশ্যক’: সমালোচনার জবাব মার্কিন স্বাস্থ্যসচিব কেনেডি জুনিয়র

টিকার বিরুদ্ধে পদক্ষেপে সমালোচনার মুখে, শীর্ষ বিজ্ঞানীকে বরখাস্ত করাকে ‘অবশ্যক’ বললেন মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-04 11.31.45 PM

নিজস্ব সংবাদদাতা: মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র জানিয়েছেন, একজন শীর্ষ সরকারি বিজ্ঞানীকে বরখাস্ত করা ছিল “একেবারেই প্রয়োজনীয়”। ভ্যাকসিন সীমিত করার পদক্ষেপের জেরে ক্যাপিটল হিলে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিরোধী সদস্যরা তাঁর পদত্যাগেরও দাবি তুলেছেন।

কেনেডি জুনিয়র নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এই পদক্ষেপ স্বাস্থ্য খাতের স্বার্থেই নেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন নিয়ে তাঁর অবস্থান এবং সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।