আমেরিকার মুখে চুনকালি,পোল্যান্ডে বিমান মহড়ার সময় ভেঙে পড়লো এফ-১৬ যুদ্ধবিমান ! নিহত পাইলট

আমেরিকার মুখে ফের চুনকালি।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : একটি আসন্ন বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন এবার পোল্যান্ডে ভেঙে পড়লো একটি 'আমেরিকার গর্ব' এফ-১৬ যুদ্ধবিমান। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই বিমানের পাইলট। এই ঘটনার জেরে পোল্যান্ডের রাডম এয়ারশো ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

পোলিশ গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ওই এফ-১৬ বিমানটি একটি অ্যারোব্যাটিক কৌশল প্রদর্শনের সময় রানওয়ের ওপর ভেঙে পরে এবং এরপর তাতে আগুন ধরে যায়। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, ন্যাটোর এলিট "টাইগার ডেমো" এয়ার ইউনিটের অংশ ছিলেন ওই পাইলট। ওই বিমানে আগুন লাগার আগেও তাকে ইজেক্ট করতে দেখা যায়নি।

pakistan f16 flight

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী, ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিসজ, একটি টুইট বার্তায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লেখেন, “আজ একটি এফ-১৬ বিমান দুর্ঘটনায় পোলিশ সেনাবাহিনীর একজন দক্ষ পাইলট মারা গেছেন। আজ আমরা এমন একজন অফিসারকে হারালাম যিনি সর্বদা নিষ্ঠা এবং মহান সাহসের সাথে দেশের সেবা করেছেন। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এটি পোলিশ বিমান বাহিনী এবং সমগ্র পোলিশ সেনাবাহিনীর জন্য একটি বিরাট ক্ষতি।"