New Update
/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার রাতে ইয়েমেনের দক্ষিণ ভাগের, আবিয়ান প্রদেশে আল-কায়েদার একটি সন্দেহভাজন ঘাঁটিতে অতর্কিতে ড্রোন হামলা চালায় আমেরিকা। আর আমেরিকার এই হামলায় প্রায় ৬জন জঙ্গি নিহত হয়েছে। এই নিহতরা সকলেই 'আল-কায়েদা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলার' (AQAP) দলের সদস্য বলে মনে করা হচ্ছে। এই অপারেশনটি মার্কিন সেনা ও ইয়েমেন সরকারের বাহিনীর যৌথ সমন্বয়ে পরিচালিত হয়। এই ঘাঁটিটি সরকারি বাহিনীর ওপর হামলা ও বোমা বিস্ফোরণের জন্য ব্যবহৃত হচ্ছিল বলে সূত্র মারফত জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/03/07/pYLo2txPnxYcdcALUr0G.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us