২০ হাজার সেনা নামছে আমেরিকায়, ট্রাম্পের নির্দেশে শুরু হচ্ছে ধরপাকড় অভিযান

ট্রাম্প সরকারের বড় সিদ্ধান্ত—অবৈধ অভিবাসীদের ধরতে হোমল্যান্ড সিকিউরিটির অনুরোধে ২০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন হতে পারে। দেশজুড়ে শুরু হবে বড়সড় অভিযান।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : আমেরিকায় অবৈধভাবে থাকা মানুষদের ধরতে বড়সড় অভিযান শুরু করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এই কাজের জন্য সরকার চেয়েছে প্রায় ২০,০০০ ন্যাশনাল গার্ড সৈন্য, এমনটাই জানিয়েছেন দুইজন মার্কিন আধিকারিক CBS News-কে।

Trump

এই সৈন্যরা দেশের নানা জায়গায় পুলিশ ও ইমিগ্রেশন অফিসারদের সঙ্গে মিলে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করবেন এবং দেশে ফেরত পাঠানোর কাজে সাহায্য করবেন।

এই সিদ্ধান্তে অনেকেই চিন্তিত। অনেক মানবাধিকার সংগঠন বলছে, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন। তবে সরকারের মতে, দেশের নিরাপত্তার জন্য এই অভিযান দরকার।