26/11 Mumbai attack: তাহাউর রানাকে ভারতে হস্তান্তরের অনুমোদন দিল মার্কিন আদালত

২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে হস্তান্তরের অনুমোদন দিল মার্কিন আদালত।

New Update
mnb

নিজস্ব সংবাদদাতাঃ ২০০৮ সালের ভয়াবহ মুম্বই সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ক্যালিফোর্নিয়ার মার্কিন আদালত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার ঠিক এক মাস আগে এই রায় এসেছে। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ২২ জুন হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন।

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক জ্যাকুলিন চুলজিয়ান বুধবার ৪৮ পৃষ্ঠার একটি আদেশ জারি করে বলেন, 'ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ৬২ বছর বয়সী রানাকে ভারতে প্রত্যর্পণ করা উচিত।'