"টেক ইট ডাউন" অ্যাক্ট: এআই-নির্মিত পর্নো কনটেন্টের বিরুদ্ধে বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্রের

ডিপফেক ও প্রতিশোধমূলক পর্নোগ্রাফির বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে মার্কিন কংগ্রেসে "টেক ইট ডাউন" আইন পাসের পথে। প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় বিলটি।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : আজ মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হতে যাচ্ছে "টেক ইট ডাউন (TAKE IT DOWN) অ্যাক্ট"। এই আইনের লক্ষ্য, ডিপফেক এবং প্রতিশোধমূলক পর্নোগ্রাফির হাত থেকে আমেরিকান নাগরিকদের সুরক্ষা দেওয়া।

Melania

এই বিলের মাধ্যমে যেসব ব্যক্তির সম্মতি ছাড়া যৌন ছবি বা ভিডিও শেয়ার করা হয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি (ডিপফেক) কনটেন্ট — তাদের জন্য সুরক্ষা আরও জোরদার করা হবে। বিলটি প্রতিনিধি পরিষদে অনুমোদন পেলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। ট্রাম্প এই বিলটিতে সই করবেন বলেই আশা করা হচ্ছে। প্রথম নারী মেলানিয়া ট্রাম্প ইতিমধ্যে এই উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়েছেন।

ai

উল্লেখযোগ্যভাবে, এই ধরনের এআই-নির্মিত আপত্তিকর কনটেন্টের শিকার হয়েছেন তারকা টেইলর সুইফট, কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজসহ অনেক হাইস্কুলের ছাত্রীরাও।