মার্কিন কোম্পানির জন্য ভারতীয় বাজারে প্রবেশ কঠিন হচ্ছে - দুই দেশের বাণিজ্যে টানাপোড়েন

হোয়াইট হাউসের অভিযোগ, ভারতে রসায়ন, টেলিকম ও চিকিৎসা সরঞ্জামের জন্য কঠোর পরীক্ষা ও অনুমোদন ব্যবস্থা রাখা হয়েছে, যা মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠছে।

author-image
Debapriya Sarkar
New Update
h

নিজস্ব সংবাদদাতা : হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ভারতে মার্কিন পণ্য বিক্রি করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কারণ, দেশটি রসায়ন, টেলিকম ও চিকিৎসা সরঞ্জামের জন্য কড়া পরীক্ষা ও অনুমোদন ব্যবস্থা চালু রেখেছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই নিয়মগুলো অন্য অনেক দেশের তুলনায় বেশি কঠিন। এতে মার্কিন কোম্পানিগুলোর খরচ বেড়ে যাচ্ছে এবং তারা সহজে ভারতীয় বাজারে ব্যবসা করতে পারছে না।

white house

বিশেষজ্ঞরা বলছেন, এসব কঠোর শর্তের কারণে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। দুই দেশই নিজেদের অর্থনীতি রক্ষায় নানান পদক্ষেপ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও বাণিজ্যিক জটিলতা তৈরি করতে পারে।