New Update
/anm-bengali/media/media_files/mUJBoKFCa9OF9tLibaX4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্র তার কিছু সৈন্যকে নাইজারের রাজধানী নিয়ামির একটি ঘাঁটি থেকে সরিয়ে নিচ্ছে। সেখানে বিদ্রোহী অফিসাররা জুলাই অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিল। আগাদেজ এলাকায় অন্য একটি ঘাঁটিতে স্থানন্তর করা হয়েছে মার্কিন সেনাদের। কূটনৈতিক পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, নাইজারের রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে ২৬ জুলাই তার গার্ডের কিছু সদস্য পদচ্যুত করে এবং তাকে তার পরিবারসহ আটক করা হয়।
#BREAKING US conducting 'precautionary' repositioning of forces in Niger: Pentagon pic.twitter.com/ogf4rbRLaA
— AFP News Agency (@AFP) September 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us