New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/GTYKiNegbE7QXsb6CjVs.jpeg)
নিজস্ব সংবাদদাতা - আজ সকালে প্রয়াত হলেন উরুগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি জোসে মুজিকা। দীর্ঘ একবছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি, এবং অবশেষে আজ সকালে দেহত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। সাধারণ জীবনযাপন ও ‘গরিব রাষ্ট্রপতি’ নামে পরিচিত মুজিকা ছিলেন এক সময়ের বিখ্যাত গেরিলা যোদ্ধা। পরে তিনি এক আদর্শ জনপ্রতিনিধির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। তাঁর মৃত্যুর খবরে আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমেছে।
/anm-bengali/media/media_files/2025/05/14/f4QlS0AwpAyedPGlyTS1.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us