New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘ ১৩০ দিনের মধ্যে প্রথমবারের মতো গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ করেছে, এমনটি জানিয়েছেন সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার। জাতিসংঘের মুখপাত্র বলেন, “চরম মানবিক সংকটের মধ্যে অবশেষে আমরা গাজায় সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পেরেছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/19/1000207315-406115.jpg)
গাজায় চলমান সংঘাত ও অবরোধের কারণে খাদ্য, পানি ও জ্বালানির তীব্র ঘাটতি তৈরি হয়েছে। দীর্ঘ চার মাস পর জ্বালানি প্রবেশে কিছুটা স্বস্তি ফিরলেও, পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলেই জানিয়েছে জাতিসংঘ। মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রাখতে আরও প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
#BREAKING UN brings fuel into Gaza for first time in 130 days: spokesman pic.twitter.com/GtATbxZ3OB
— AFP News Agency (@AFP) July 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us