গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

"যুদ্ধ থামাতে হবে একবারেই, মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করতে হবে" — আন্তোনিও গুতেরেস।

author-image
Aniket
New Update
Antonio Guterres

File Picture



নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি সংক্রান্ত চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে গৃহীত এই চুক্তিকে স্বাগত জানাই। সকল পক্ষকে অনুরোধ করছি, তারা যেন চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলে।”

গুতেরেস আরও বলেন, “সব বন্দিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে। একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। যুদ্ধ একবারেই শেষ হতে হবে। গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পণ্য অবাধভাবে প্রবেশের সুযোগ দিতে হবে। এখনই এই ভোগান্তি শেষ করতে হবে।”