Sudan war: দেশ ছেড়েছে ১০ থেকে ২০ হাজার মানুষ!

সুদানে ক্রমবর্ধমান সহিংসতায় "অত্যন্ত উদ্বিগ্ন" হয়ে ইতিমধ্যে ১০,০০০ থেকে ২০,০০০ মানুষ চাদে নিরাপত্তা খুঁজতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

author-image
Aniruddha Chakraborty
New Update
bfvdcsz

নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ জানিয়েছে যে সুদানে সংঘাতের কারণে ইতিমধ্যে ১০,০০০ থেকে ২০,০০০ মানুষ চাদে নিরাপত্তা খুঁজতে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, 'গত কয়েকদিনে সুদানের দারফুর অঞ্চলে সংঘাতের কারণে আনুমানিক ১০ থেকে ২০ হাজার মানুষ প্রতিবেশী চাদে আশ্রয় নিয়েছে।'