Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EOpZwtfP7px5c9xnt58t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদান অঞ্চলে 'নজিরবিহীন' পরিস্থিতির মধ্যে সেখানে দূত পাঠাচ্ছেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, 'সুদানে দ্রুত অবনতিশীল মানবিক সংকটের প্রেক্ষাপটে গুতেরেস জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথসকে অবিলম্বে ওই অঞ্চলে পাঠাচ্ছেন।' বিবৃতিতে বলা হয়, "সুদানে যা ঘটছে তার মাত্রা ও গতি নজিরবিহীন। আমরা অত্যন্ত উদ্বিগ্ন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us