মুক্তির পর পোশাকই যেন হয়ে উঠল প্রতিবাদের ভাষা—চমকে উঠল গোটা ইউক্রেন

মুক্তি পেলেও ঘুচছে না যন্ত্রণা। পোশাক ছুঁড়ে কী বার্তা দিলেন ইউক্রেনীয় নাগরিকরা?

author-image
Debapriya Sarkar
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ইউক্রেনের বহু নাগরিক। কিন্তু ফিরেই তারা করছেন এক বিশেষ কাজ—বন্দি অবস্থায় পরা কারাগারের পোশাক রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। প্রতীকীভাবেই এই পোশাক পরিত্যাগ করে তারা যেন বুঝিয়ে দিচ্ছেন, তারা ফিরে পেয়েছেন স্বাধীনতা, ফেলে এসেছেন নিপীড়নের দিনগুলো।

ukraine bomb

এই দৃশ্য এখন ইউক্রেনে এক আবেগঘন মুহূর্তের রূপ নিয়েছে। কেউ পোশাক পুড়িয়ে দিচ্ছেন, কেউ ছিঁড়ে ফেলছেন, কেউ বা তা রেখে দিচ্ছেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে। দীর্ঘ বন্দিদশার পর তাদের ফিরে পাওয়া স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে ইউক্রেনের আত্মমর্যাদাকেই যেন আবারও জোর দিয়ে তুলে ধরছে।