New Update
/anm-bengali/media/media_files/2025/05/25/a9nuZyN0TjDSIWNmcPq0.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ইউক্রেনের বহু নাগরিক। কিন্তু ফিরেই তারা করছেন এক বিশেষ কাজ—বন্দি অবস্থায় পরা কারাগারের পোশাক রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। প্রতীকীভাবেই এই পোশাক পরিত্যাগ করে তারা যেন বুঝিয়ে দিচ্ছেন, তারা ফিরে পেয়েছেন স্বাধীনতা, ফেলে এসেছেন নিপীড়নের দিনগুলো।
/anm-bengali/media/media_files/AuDMiLl7QmkO2UKWVylr.jpg)
এই দৃশ্য এখন ইউক্রেনে এক আবেগঘন মুহূর্তের রূপ নিয়েছে। কেউ পোশাক পুড়িয়ে দিচ্ছেন, কেউ ছিঁড়ে ফেলছেন, কেউ বা তা রেখে দিচ্ছেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে। দীর্ঘ বন্দিদশার পর তাদের ফিরে পাওয়া স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে ইউক্রেনের আত্মমর্যাদাকেই যেন আবারও জোর দিয়ে তুলে ধরছে।
Ukrainians freed from Russian captivity are throwing away their prison clothes. pic.twitter.com/RtOF8cgjOR
— Saint Javelin (@saintjavelin) May 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us