জেলেনস্কি : যুদ্ধবিরতি আর বিলম্ব নয় — মানবতার পক্ষে এখনই ৩০ দিনের শান্তি প্রতিষ্ঠা করা দরকার

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন, মানবজীবন রক্ষায় এখনই পূর্ণ যুদ্ধবিরতি প্রয়োজন। রাশিয়াকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানালেন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update
Zelensky

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের দেশ কখনো এই যুদ্ধ চায়নি। এক্স (টুইটার)-এ পোস্ট করে তিনি বলেন, ১১ মার্চে আমেরিকার প্রস্তাবের ভিত্তিতে ইউক্রেন সম্পূর্ণ যুদ্ধবিরতির পক্ষে সাড়া দিয়েছিল। এমনকি রাশিয়াকে আলাদা করেও অনুরোধ করা হয়েছিল যেন অন্তত সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ করা হয়। এছাড়া ইস্টারের সময় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাবও দেওয়া হয়েছিল, যাতে অন্তত ৩০ দিনের জন্য শান্তি বজায় থাকে।

Zelensky

কিন্তু রাশিয়া প্রতিবারই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং নানা চালবাজির মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, এখন আবার রাশিয়া চাইছে ৮ মে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে, যেন পুতিনের প্যারেড নির্বিঘ্নে হয়।

Putin

জেলেনস্কির ভাষায়, "আমরা মানুষের জীবনকে মূল্য দিই, কোনো প্যারেড নয়। যুদ্ধবিরতি এখনই হতে হবে — পুরোপুরি, নিঃশর্তভাবে এবং অন্তত ৩০ দিনের জন্য। এর মাধ্যমেই প্রকৃত কূটনৈতিক আলোচনা সম্ভব।" তিনি আরও জানান, ইউক্রেন এখনও যুদ্ধবিরতির প্রস্তাবে অটল রয়েছে এবং আমেরিকার প্রস্তাবও এখনো কার্যকর রয়েছে। এখন রাশিয়ার ওপর দায়িত্ব — সত্যিকারের যুদ্ধবিরতি ঘোষণা করার।