নভেম্বরের শেষে দৈনিক ৬০০-৮০০ ড্রোন উৎপাদন ! বড় লক্ষ্যমাত্রা নিল ইউক্রেন

কি লক্ষ্যমাত্রা নিল ইউক্রেন ?

author-image
Debjit Biswas
New Update
Zelenskyy Putin

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky) জানিয়েছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নভেম্বর মাসের শেষ নাগাদ ইউক্রেন দৈনিক ৬০০ থেকে ৮০০টি ইন্টারসেপ্টর ড্রোন (interceptor drones) উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

কিন্তু এরপরেই জেলেনস্কি স্বীকার করেছেন যে, ইউক্রেনের অবকাঠামো এবং প্রতিরক্ষা উৎপাদন সাইটগুলিতে রাশিয়ার ক্রমাগত হামলার কারণেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিছু সমস্যা দেখা দিচ্ছে।

Drone

তবে তিনি নিশ্চিত করেছেন যে এই লক্ষ্য অর্জন হলে, আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে ইউক্রেনের সক্ষমতা অনেক বাড়বে। প্রথমে দৈনিক ১,০০০টি ড্রোন বানানোর কথা ছিল, তবে আপাতত ৬০০-৮০০ হলেও রাশিয়াকে 'স্বাগতম' জানানোর জন্য তা যথেষ্ট হবে ।