পোকরোভস্ক-মিরনোহ্রাদ নিয়ে বড় খবর ! ইউক্রেনীয় ইউনিট অবরুদ্ধ নয়, জানাল কিয়েভ

দেখে নিন যুদ্ধের আপডেট।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ডনেটস্ক অঞ্চলের পোকরোভস্ক-মিরনোহ্রাদ এলাকায় ইউক্রেনীয় সেনা ইউনিটগুলি, রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ার খবর সরাসরি অস্বীকার করল ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ (AFU)। জেনারেল স্টাফ জোর দিয়ে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অঞ্চলে কোনো ইউনিটই বিচ্ছিন্ন বা অবরুদ্ধ অবস্থায় নেই।

জেনারেল স্টাফের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, "পোকরোভস্ক-মিরনোহ্রাদ অ্যাগ্লোমারেশনে ইউক্রেনীয় ইউনিট এবং ইউনিটগুলির কোনও অংশেই এনসার্কেলমেন্ট (ঘেরাও) ঘটেনি।"

ukraine army

এই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, রুশ বাহিনী পোকরোভস্ক-এ অনুপ্রবেশ করে জমায়েত হওয়ার চেষ্টা করছে। তবে এই চেষ্টাকে রুখে দিতে এবং শত্রুকে বিচ্ছিন্ন করতে বর্তমানে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।