/anm-bengali/media/media_files/2025/02/08/936JlqCdUBGobYcGM7rW.jpg)
Russia
নিজস্ব সংবাদদাতা : এতদিন ধরে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছিল, সেগুলোর ব্যবহারে কড়া বিধিনিষেধ ছিল। এই অস্ত্রগুলো ইউক্রেন শুধু রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে ব্যবহার করতে পারত। অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি ছিল না।
/anm-bengali/media/media_files/2025/01/23/1000146052.jpg)
কিন্তু সম্প্রতি এই নীতিতে বড়সড় পরিবর্তন এসেছে। এখন ইউক্রেন এই দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরের সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারবে—এমন ইঙ্গিত মিলেছে পশ্চিমা দেশগুলোর দিক থেকে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ ইউক্রেন এখন সীমান্তবর্তী রুশ সামরিক ঘাঁটি, অস্ত্র মজুতকেন্দ্র কিংবা রেললাইনকে টার্গেট করতে পারবে। এতে যুদ্ধের গতিপথ বদলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
Previously, long-range missiles supplied to Ukraine were only allowed to be used against Russian military targets in occupied Ukrainian territory.
— Sky News (@SkyNews) May 26, 2025
Read more🔗https://t.co/2bwrXXnoIp
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us