BREAKING: ইউক্রেনের পাশে জার্মানি ! আরও শক্তিশালী এয়ার ডিফেন্স পেল ইউক্রেন

ইউক্রেনের পাশে দাঁড়ালো জার্মানি।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার জার্মানির কাছ থেকে ৭টি IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেম পেল ইউক্রেন। আজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সি মাকেইয়েভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান,''জার্মানির কাছ থেকে মোট ১৮টি IRIS-T সিস্টেম অর্ডার করা হয়েছে, যার মধ্যে ১১টির এখনও ডেলিভারি বাকি আছে।'' এই অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Fighter jet