BREAKING: দুর্নীতিবিরোধী নিয়োগে হস্তক্ষেপ করছে ইউক্রেন ! বন্ধুগুলির সাথেই হতে পারে নতুন করে সমস্যা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
zelenskyy

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ব্যুরোর (Bureau of Economic Security) প্রধান নিয়োগের স্বচ্ছ নিয়মে হস্তক্ষেপ করার চেষ্টা করে ইউক্রেন। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে মূলত পশ্চিমা দেশগুলি যেমন ইউরোপীয় ইউনিয়ন (EU) ও আমেরিকা  ইউক্রেনকে সাহায্য করছিল। কিন্তু এখন ইউক্রেন এদের মত উপেক্ষা করে, নিজের মতো করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। আর এরফলেই এবার পশ্চিমা দেশগুলির সাথে ইউক্রেনের সম্পর্ক খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন এখন রোমে একটি বড় সাহায্যের সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে তারা আর্থিক ও সামরিক সাহায্য চাইবে। কিন্তু ইউক্রেনের এই হস্তক্ষেপ দেখে পশ্চিমা দেশগুলি ভাবতেই পারে যে, ইউক্রেন কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আদৌ কোনও চেষ্টা করছে ?

x