New Update
/anm-bengali/media/media_files/2024/11/28/dqSJbAecpzs0mC3S59w4.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার যান্ত্রিক ত্রুটির কারণে ইউক্রেনের বিমান বাহিনী একটি ফরাসি মিরাজ যুদ্ধবিমান চিরতরে হারিয়ে দিল। এই বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন,''বিমানটি টেকনিক্যাল ত্রুটির কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তবে ওই বিমানের পাইলট সফলভাবে নিজেকে ইজেক্ট করে প্রাণে রক্ষা পান এবং এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।'' ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে,''পাইলট উড়ানের সময়ই যান্ত্রিক ত্রুটির খবর দেন এবং পরিস্থিতি অনুযায়ী দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিয়ে নিজে নিরাপদে বেরিয়ে আসেন।'' উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহায়তা করতে গত ফেব্রুয়ারিতে ফ্রান্স যে মিরাজ যুদ্ধবিমান সরবরাহ করেছে, তারই একটি ছিল এই দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/15/hNmm5t7bkLskYe28xqox.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us